ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুর্বৃত্তদের অস্ত্রের কোপে আকমল শেখ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে।
চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু জানান, এমন ঘটনা দুঃখজনক। খুন যারাই করুক না কেন তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের কঠিন শাস্তি কামনা করছি।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দ্বায়িত্বে থাকা মেডিকেল অফিসার মাহমুদুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই আকমল শেখ নামে কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে বোয়ালমারী থানার ওসি নুরুল আলম বলেন,'পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ আপাতত শান্ত আছে। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়নি।'
বিডি প্রতিদিন/এ মজুমদার