মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চার গরু চোরকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো শ্রীমঙ্গল উপজেলার ভাগলপুর গ্রামের হায়দার আলী, লামুয়া গ্রামের সাদ্দাম মিয়া, মাইজদি পাড়ারের দিলোয়ার মিয়া ও কুলাউড়া জয় পাশা গ্রামের আশরাফ হোসেন রনি।
এদের নিকট থেকে আটটি চোরাই গরু ও একটি চোরাই প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে।
থানা পুলিশ জানায় যায়, লামুয়া গ্রামের মৃত ছাত্তার মিয়ার ছেলে হারিছ মিয়া গত ১৬ মার্চ তার বাড়ির গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির বিষয়ে থানায় একটি অভিযোগ করেন।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবীর বলেন, আমরা অভিযোগ পেয়ে গত ১৭ মার্চ বুধবার ভুনবীর চৌমুহনা এলাকা থেকে গরু চুরিতে ব্যবহৃত প্রাইভেট কার (চট্ট-মেট্রো-ক-০২-২৫২৭) সহ আনোয়ার হোসেন, সাদ্দাম মিয়া ও দেলোয়ার মিয়াকে গ্রেফতার করি। পরে তাদের জীজ্ঞাসাবাদ করে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামের দরুদ মিয়ার ভাই রউফ মিয়ার বাড়ির গোয়াল ঘর আরো একাধিক বাড়ি থেকে ৮টি চোরাই গরু উদ্ধার করি। অভিযানকালে কুলাউড়া উপজেলার জয়পাশা এলাকার আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য আশরাফ হোসেন রনিকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে প্রাইভেট কারের ভেতরে করে গরু চুরি করে আসছিল। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন