গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ উন্দারটেক নামক এলাকায় এক নারী পোশাক শ্রমিককে গাছে বেঁধে নিযার্তনের ঘটনায় শুক্রবার (১৯ মার্চ) থানায় মাতাব্বরদের নামে একটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে জানা যায়, প্রতিবেশি নাসিরের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১২ মার্চ আয়েশা বেগম নামের এক নারী পোশাক শ্রমিককে গাছে বেঁধে নিযার্তন করে। গত ১৭ মার্চ দিনে একটি গ্রাম্য শালিশে বসেন সিরাজসহ কয়েক জন মাতাব্বরগণ। পরে তাদের সিদ্ধান্ত বাদী না মানলে ওই দিন রাতে বাড়ী ঘর ছেড়ে চলে যাওয়ার ও প্রাণ নাশের হুমকি দেয়। ফলে নিযার্তিতা মাতাব্বরদের নামে একটি অভিযোগ থানায় জমা দেন।'
কালিয়াকৈর থানার ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরি জানান, 'এ ঘটনার মামলায় একজন আসামী গ্রেপ্তার করা হয়েছে। তবে মাতাব্বরদের বিরুদ্ধে কেউ অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
বিডি প্রতিদিন/ অন্তরা কবির