ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে বিড়ি-সিগারেটের আগুনে ৯টি খড়ের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস সূত্র মতে, শনিবার দিবাগত রাত ২ টায় উপজেলার রহিমান পুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সফির উদ্দীনের ছেলে মসলেম উদ্দীনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, আজ রাত ২ টার দিকে মসলেম উদ্দীনের খড়ের গাদায় আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। এ সময় ৯ টি খরের ঘরসহ সাড়ে ৩ লাখ টাকা ক্ষতক্ষতি হয় বলে ভুক্তভোগীদের দাবি। বিড়ি সিগারেট থেকে খড়ের গাদায় আগুন লাগে বলে জানান তারা।
ঠাকুরগাঁও স্টেশন মাস্টার মফিজার রহমান জানান, রাত ২ টার সময় খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিড়ি-সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল