ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিমবাড়ী গ্রামে গোষ্ঠিগত দ্বন্দ্বের জেরে জামশেদ সর্দারের বাড়িতে লুটপাট ও ভাঙচুর চালিয়েছে পান্ডুর গোষ্ঠির লোকজন। অভিযোগ উঠেছে গত সোমবার ভোররাত থেকে সকাল পর্যন্ত ৬টি ঘরের মালামালসহ দরজা জানালাও নিয়ে গেছে লুট করে।
জামশেদের বাড়ি থেকে মাত্র ৩শ গজ দূরে অস্থায়ী পুলিশ ক্যাম্প থাকলেও পুলিশ ছিলো নির্বিকার। কয়েকদিন ধরে এই লুটপাট ও ভাংচুরের দৃশ্য যে কোনো বর্বরতাকেও হার মানিয়েছে বলে এলাকার মানুষের অভিমত। এ ঘটনায় পরিবারটির প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তাদের অভিযোগ।
এর আগে গত ১৩ মার্চ সন্ধ্যায় কাবিলা গোষ্ঠি ও তাদের সমর্থকদের আরো প্রায় ৫০টি বাড়ি ভাংচুর ও লুটপাট হয়েছিলো।
গত সোমবার ভোররাতে জামশেদের বাড়ি ভাংচুর ও লুটপাট নিয়ে পান্ডুর গোষ্ঠির ৩৮ জনকে আসামি করে মামলা করেন জামসেদ সর্দারের স্ত্রী মোছা. জমিলা খাতুন। ওই রাতেই পুলিশ লুটতরাজের মামলার আসামি রুস্তুম মিয়া, শামিম ও শরিফ মিয়াকে গ্রেফতার করেছে। অপরদিকে রহিজ ও ফায়েজ হত্যা মামলার আসামি আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত ১৮ মার্চ ফায়েজ হত্যার আসামি ইমন মিয়াকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল