দিনাজপুরের বোচাগঞ্জে সোয়া নদী খননের বালু অবৈধভাবে বিক্রি বন্ধ করে তা প্রকাশ্যে নিলামে বিক্রি করলেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। এতে সরকার রাজস্ব পেল ১ লাখ ১৫ হাজার টাকা।
রবিবার বোচাগঞ্জের শ্রীমন্তপুর জালিয়াপাড়ায় বালুর ঢিপির সামনে এলাকাবাসীর উপস্থিতিতে বালু নিলামে বিক্রির কার্যক্রম শুরু করা হয়। এতে ৯জন ব্যক্তি উক্ত নিলামে অংশগ্রহণ করেন। খনগাঁও গ্রামের চন্দন মাষ্টার সর্বোচ্চ নিলামে ডাকদাতা ১ লক্ষ ১৫ হাজার টাকায় বালু ক্রয় করে নেন।
জানা যায়, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে বোচাগঞ্জ উপজেলার সোয়া নদীর রনগাঁও ইউপির শ্রীমন্তপুর জালিয়াপাড়া অংশে নদী খনন শেষে নদী সংলগ্ন সেতাবগঞ্জ চিনিকলের নিজম্ব জমিতে উত্তোলনকৃত বালু স্তুপ করে রাখা হয়। সেই বালু দীর্ঘ এক মাস থেকে অবৈধভাবে বিক্রি করে আসছিল একটি চক্র। এখবর পেয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল গত শনিবার দুপুরে কয়েকজন সহকারী ভুমি উন্নয়ন কর্মকর্তা ও কানুনগোসহ ঘটনাস্থলে উপস্থিত হন। উপজেলা নির্বাহী অফিসার আসার খবরে অবৈধ বালু বিক্রেতারা ও বালু বহন কাজে নিয়োজিত শ্রমিকসহ কয়েকটি ট্রাক্টর নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় ট্রাক্টরে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৯টি বেলচা উদ্ধার করা হয়।
পরে রবিবার দুপুরে শ্রীমন্তপুর জালিয়াপাড়ায় বালুর ঢিপির সামনে এলাকাবাসীর উপস্থিতিতে বালু নিলামে বিক্রির কার্যক্রম শুরু করা হয়। এতে খনগাঁও গ্রামের চন্দন মাষ্টার সর্বোচ্চ নিলামে ওই বালু ক্রয় করে নেন। এলাকার সাধারণ মানুষ এ কাজের জন্য ইউএনওকে সাধুবাদ জানান।
বিডি প্রতিদিন/হিমেল