প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সম্পর্কে ফেসবুকে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য পোস্ট করায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাকিবুল হাসান রাসেল (৪০) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার থানাঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামের মনসুর আলীর ছেলে। পাকুন্দিয়া কলেজ সড়কে তার লাইব্রেরির ব্যবসা রয়েছে।
পুলিশ জানায়, প্রায় এক বছর যাবত নিজের ফেসবুক আইডি থেকে তিনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সম্পর্কে মিথ্যা তথ্য উপাত্ত সংবলিত কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য পোস্ট করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগ কর্মী আসাদুজ্জামান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান সুমন জানান, গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর