৫ মে, ২০২১ ১৫:২৮

হাকিমপুরে ৭ সেমাই কারখানাকে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

হাকিমপুরে

 ৭ সেমাই কারখানাকে জরিমানা

অবৈধভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও পরিবেশনের দায়ে দিনাজপুরের হাকিমপুরের ৭টি কারখানাকে ১ লাখ ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুর থেকে সন্ধার পূর্ব পর্যন্ত হাকিমপুরের হিলি স্টেশন ডাঙ্গাপাড়া ও চন্ডিপুর এলাকায় পুলিশ ও বিএসটিআইয়ের সহায়তায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রে মোহাম্মদ নূর-এ আলম এ অভিযান পরিচালনা করেন। এ সময় উৎপাদিত সেমাইগুলো ধ্বংস করে দেওয়া হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম সাংবাদিকদের বলেন, জনস্বাস্থ্য রক্ষায় হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে কিছু অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করি। প্রতিটি কারখানা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করছে এবং সেগুলো বাজারজাত করছে। তাদের কারোই অনুমোদন ছিল না। এসময় ৭টি সেমাই কারখানাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ওই সব কারখানায় উৎপাদিত সেমাইগুলো ধ্বংস করা হয়েছে। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর