নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের কোনাবাড়ি থানার মিতালী ক্লাব এলাকায় লাগা ঝুট গুদামের আগুন।
সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় উজ্জল হোসেনের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও কালিয়াকৈর স্টেশনের ৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে উজ্জ্বলের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের ৫টি গুদামে ছড়িয়ে পড়ে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন