ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ফরিদ (৩২) নামে এক গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দেওলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের কৃষক আতাউর রহমানের ছেলে। তিনি এলাকায় গাছকাটা শ্রমিক হিসেবে কাজ করতেন।
জানা যায়, রবিবার রাতে ফরিদের ঘরের বিদ্যুৎ লাইনের সুইচ নষ্ট হয়ে যায়। পরে মূল লাইন বন্ধ না করে তিনি সুইচ ঠিক করছিল। এসময় হঠাৎ সে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে ঘরের মেঝেতে পড়ে যায়। শব্দ পেয়ে পাশের ঘর থেকে দৌড়ে তার বাবা গিয়ে দেখে ফরিদ মেঝেতে পড়ে আছে।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর