টাঙ্গাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন শামিম হোসেন চৌধুরী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, টাঙ্গাইলে এবার ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৫৯ হাজার ৪৫ জন শিশুকে একটি করে নীল রংয়ের (১ লাখ আইইউ) এবং ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ৪ লাখ ৫৬ হাজার ৭৯৫ শিশুকে একটি করে লাল রংয়ের (২ লাখ আইইউ) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে আগামী শনিবার থেকে ১৯ জুন পর্যন্ত নির্ধারিত ইপিআই কেন্দ্রে পর্যায়ক্রমে শিশুদের জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার সকাল ১০টার দিকে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।
বিডি প্রতিদিন/এমআই