১৩ জুন, ২০২১ ২০:৫৬

৩৩৩ থেকে ফোন পেয়ে বোয়ালমারীতে ৬০ পরিবারকে খাদ্য সহায়তা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

৩৩৩ থেকে ফোন পেয়ে বোয়ালমারীতে ৬০ পরিবারকে খাদ্য সহায়তা

ফরিদপুরের বোয়ালমারীতে করোনা দ্বিতীয় ঢেউয়ে কর্মহীন হয়ে পড়া ব্যক্তি, প্রতিবন্ধী, ভ্যানচালক, দোকানদার ও অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি হেল্পলাইন ৩৩৩ এ আবেদন করলে ৬০টি পরিবারকে এই খাদ্য সহায়তা পৌছে দেওয়া হয়। 

প্রতিটি খাবার প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেয়াজ ও ১ কেজি ডাল। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, বোয়ালমারী উপজেলায় এ বছর করোনায় নগদ টাকা ও চালসহ ১ হাজার ৪ শত এর অধিক পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সরকারি হেল্পলাইনে আবেদনের প্রেক্ষিতে ৬০ পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক আবেদনে বোয়ালমারী উপজেলা প্রশাসন খাদ্য সহায়তা অব্যাহত রাখবে। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর