ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ও একটি বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের উজানচর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, রাতে উজানচর বাজারে একটি জ্বালানি তেলের দোকানে হঠাৎ করে আগুন লাগে। পরে ওই দোকানের আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে জ্বালানি তেলের দোকান ছাড়াও একটি মোটর গ্যারেজ ও একটি রেফ্রিজারেটর মেরামতকারী দোকান এবং একটি বসতবাড়ি পুড়ে যায়। খবর পেয়ে বাঞ্ছারামপুর ও কুমিল্লার হোমনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পৃথক দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়ির মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আব্দুল্লাহ আল মামুন জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে- সেটি এখনও স্পষ্ট করে জানা যায়নি। আগুনে তিনটি দোকান ও একটি বসতবাড়ি পুড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন সারোয়ার বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার