সাতক্ষীরার তালায় করোনায় ক্ষতিগ্রস্ত স্বল্প আয়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, আলু, ১ লিটার সোয়াবিন তেল ও লবণ আধা কেজি।
বৃহম্পতিবার সকালে তালার তেঁতুলিয়ার সবুজ শিক্ষা বিদ্যালয় মাঠ ও শুভাষিনী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, ইউপি সদস্য দেলোয়ার হোসেন সোনা, হাসেম আলী ফকির, হিসাব সহকারী মনিরুজ্জামান (মনি), ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে, উপজেলার খলিসখালী বাজার, পাটকেলঘাটা বাজারের ইকোপার্কে একইভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক সুলতান, সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই