২৭ জুলাই, ২০২১ ১৩:০৯

কিশোরগঞ্জে নরসুন্দা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে প্রতীকী অনশন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে নরসুন্দা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে প্রতীকী অনশন

কিশোরগঞ্জে নরসুন্দা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে প্রতীকী অনশন

কিশোরগঞ্জের নরসুন্দা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদসহ বিভিন্ন দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ। 

মঙ্গলবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ কর্মসূচি পলিত হয়।

কর্মসূচি থেকে বক্তারা সিএস রেকর্ড অনুযায়ী নরসুন্দা নদীর সীমানা চিহ্নিত করার দাবি জানান। নদী খননের সময় অবৈধভাবে উচ্ছেদ হওয়া লোকজনকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং খননের পর নদীর তীরে অবস্থিত প্রকল্প পরিচালকের কার্যালয়টি দখলদারদের কবল থেকে উচ্ছেদেরও দাবি জানান তারা। নদী খননের সময় সংঘটিত দুর্নীতির শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির, প্রগতিশীল নেতা অনল চক্রবর্তী কানু, জুনায়েদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, এসব দাবিতে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ এর আগেও মানববন্ধন, বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর