ফরিদপুরের চরভদ্রাসনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হয়েছে।
আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে এ পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আবুল কাশেম শিকদার, শেখ মতিউর রহমান, কাশেম মোল্যা, আমীন খান, শাহজাহান খান প্রমূখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত