দীর্ঘ দেড় বছর পর সারা দেশের ন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়ির সবকয়টি শিক্ষাপ্রতিষ্ঠান চালু হয়েছে। রবিবার সকাল থেকে সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত শ্রেণি ও সময়সূচি অনুসারে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও কলেজগুলোতে শ্রেণি কার্যক্রম শুরু হয়।
স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা, জীবাণুনাশক ও মাস্ক পরিধান করিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করানো হয়।
দীর্ঘ সময় পর শিক্ষার্থী-শিক্ষকের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে নিষ্প্রাণ ক্যাম্পাস। শিক্ষার্থীদের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা বলছেন শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ। খাগড়াছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৫৯৪টি। এছাড়া বেসরকারি বিদ্যালয় রয়েছে প্রায় দুই শতাধিক।
বিডি প্রতিদিন/এমআই