চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, অ্যালার্ম চেইন পুলিং এবং রেলপথে নাশকতা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আজমপুর রেলওয়ে স্টেশনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশের আয়োজনে সোমবার সকালে এ সভা হয়।
এসময় বক্তব্য রাখেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ওসি মো. জাহাঙ্গীর আলম, আজমপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন ও জিআরপির সাব-ইন্সপেক্টর হাতেম আলী।
বক্তারা বলেন, ট্রেনে পাথর নিক্ষেপ দণ্ডনীয় অপরাধ। এতে যে কারো জীবন নাশ হতে পারে। কেউ যেন চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ না করেন। পাথর নিক্ষেপকারীর যাবজ্জীবন জেলসহ জরিমানা হতে পারে।
রেলের সকল মালামাল রেলের নিজস্ব সম্পত্তি। এর ক্ষতি করবেন না। যতট সম্ভব রেল লাইন এড়িয়ে চলতে হবে। বিনা কারণে চেইন টেনে ট্রেন থামানো দণ্ডনীয় অপরাধ। চেইন টানা থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        