সোমবার সন্ধ্যায় আশুলিয়ার এলাহী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ শ্যামবাজার হিজড়া কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আসমানী হিজড়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন