২৪ সেপ্টেম্বর, ২০২১ ১২:৩০

ফেসবুক বন্ধুদের সহযোগিতায় অসহায় নারী পেল নতুন ঘর

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফেসবুক বন্ধুদের সহযোগিতায় অসহায় নারী পেল নতুন ঘর

ফেসবুক বন্ধুদের আর্থিক সহযোগিতায় বিধবা নারী ভিক্ষুক অসহায় মালেকা পেল একটি নতুন টিনের ঘর। আজ শুক্রবার সকাল ১০টায় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ঘরটির উদ্বোধন করেন। 

মালেকা ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামের মৃত হজরত আলীর স্ত্রী। সে পলিথিন প্যাঁচানো একটি ঝুঁপড়িতে বসবাস করতো। পরে 'তাক্ওয়া অসহায় সেবা সংস্থা' নামে একটি ফেসবুক পেজ থেকে তার করুণ পরিস্থিতি তুলে ধরে একটি পোস্ট দিলে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, ওসি আব্দুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার আবুল কালাম আজাদসহ বিভিন্ন মানবিক মানুষের নজর কাড়ে। 

পরে তাদের আর্থিক সহযোগিতায় 'তাক্ওয়া অসহায় সেবা সংস্থা' ঘর নির্মাণ কাজ বাস্তবায়ন করে। মালেকার ঘর উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু সাইদ সরকার, ইউপি সদস্য পল্লী চিকিৎসক আতিকুল ইসলাম, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার পরিচালক তপু রায়হান প্রমুখ। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর