টাঙ্গাইলের সখীপুরে ৮শ' মিটার সড়কে দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগে এলাকাবাসী। সড়কটি সংস্কারের দাবিতে শনিবার সকালে ঢাকা-সাগর দিঘী সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে কলেজ শিক্ষার্থীরা। সরকারি মুজিবুর রহমান কলেজ থেকে ঢাকা-সাগর দিঘী সংযোগ সড়কের ৮শ' মিটার জুড়ে খানাখন্দ সৃষ্টি হওয়ায় যতো দুর্ভোগ।
এ মানববন্ধনে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় রাস্তার দুই পাশে শতশত যানবাহন আটকে পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে এ মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী রুমান সিকদার, বৃষ্টি আক্তার, মারুফ হাসান, তানজিম ইসলাম, রিফাত আহমেদ প্রমুখ।
সখীপুর উপজেলা প্রকৌশলী হাসান ইবনে মিজান বলেন, সড়কটি সংস্কারের জন্য টেন্ডার হয়েছে। টেন্ডারটি ড্র হলেই ঠিকাদার কাজ শুরু করবে।
বিডি প্রতিদিন/হিমেল