ময়মনসিংহের ফুলপুরে রিয়াদ হোসেন (২৫) নামে এক চালককে ছুরিকাঘাত করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টায় উপজেলার রূপসী ইউনিয়নের বাঁশাটি গ্রামে ইটভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এতে অটোচালক রিয়াদ গুরুতর আহত হয়েছেন। আহত রিয়াদ রূপসী খাসকান্দা গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহত অবস্থায় অটোচালককে পথচারীরা উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ইমারজেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াদ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাত ১১টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রওনা করা হয়।
ফুলপুর থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম ও এসআই সাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ব্যাপারে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ছিনতাইকারীকে আটক করার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর