বগুড়ার আদমদীঘিতে কীটনাশক দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে গেছে চোরেরা। উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা বাজারে এ চুরির ঘটনা ঘটে। রবিবার দুপুরে দোকান মালিক সজল খন্দকার থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ১০টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যান। ওইদিন রাত ৪ টার দোকানের সাটার খোলা দেখে এক প্রতিবেশি তাকে ফোন করে বিষয়টি জানান। সজল তড়িঘড়ি করে দোকানে এসে দরজা খোলা দেখে ভেতরে ঢুকে চুরির বিষয়টি জানতে পারেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম