কক্সবাজারের টেকনাফের চাকমারকুল ক্যাম্প এলাকা থেকে দেশীয় একটি বন্দুকসহ দুই রোহিঙ্গা সহোদরকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সোমবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ক্যাম্প এলাকা থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-ওই ক্যাম্পের ব্লক-এ/৬-এর বাসিন্দা মো. আয়ুবের ছেলে মো. হারেস (৩৫) ও তার সহোদর মো. ফাহেদ (২০)। বিষয়টি নিশ্চিত করেছন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাকমারকুল ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল জানতে পারে ক্যাম্পের ব্লক-বি/৭, ৪৫৮ নম্বর, তোহা ঘরে কয়েকজন রোহিঙ্গা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালান তারা। এসময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় বন্দুকসহ দুই রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আটক রোহিঙ্গা মো. হারেস চলতি বছরের চাকমারকুল ক্যাম্পে নুর হাকিম হত্যা মামলার প্রধান আসামি।
বিডি প্রতিদিন/এমআই