মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক নুর হোসেন মাসুদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা যুবলীগ। সোমবার সন্ধ্যায় জেলা যুবলীগের আহ্বায়ক ঈমন ভট্ট, যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব ও যুগ্ম আহ্বায়ক আমিনুল হক মুন্না স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা যুবলীগের আহ্বায়ক ঈমন ভট্ট জানান, কেন্দ্রীয় যুবলীগ নেতাদের নির্দেশে আমরা তার বিরুদ্ধে মাদকের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। তবে এ বিষয়ে জানতে চাইলে যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব জানান, এইটা আমার জানা নেই। এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক নুর হোসেন মাসুদের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এই জন্য মন্তব্য দেওয়া সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/শফিক