চুয়াডাঙ্গা নবগঠিত জেলা যুব মহিলা লীগের পরিচিতি ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম টোটন।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু এবং জেলা যুব মহিলা লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক গিনি ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াজুল ইসলাম টোটন উপস্থিত জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিন নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, আগামী দিনে চুয়াডাঙ্গা জেলার রাজনীতিতে যুব মহিলা লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান নবগঠিত কমিটির হাত ধরেই আগামীতে চুয়াডাঙ্গায় নীতি-নির্ধারক পর্যায়ের রাজনীতিকের জন্ম হবে।
অনুষ্ঠানের সভাপতি আফরোজা পারভীন বলেন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন পর্যায়ের জৈষ্ঠ্য নেতাদের দেখানো পথেই চলবে জেলা যুব মহিলা লীগ। তাদের দিক নির্দেশনার আলোকে চুয়াডাঙ্গার ঘরে ঘরে বঙ্গবন্ধু আদর্শের সৈনিক গড়ে তোলা হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন