লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্ডকার মুনিফ তকি এ তথ্য জানান।
জানা যায়, উপজেলার মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪০ কেজি মা ইলিশ আটক করা হয়। কোস্টগার্ডের চৌকস দল ও সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান অভিযানের সময় উপস্থিত ছিলেন।
অভিযানের খবর টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ার কারণে কাউকে গ্রেফতার করা যায়নি। এছাড়া ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল লোকসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই