বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কোষাশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সেই সভাপতি শামিম হোসেন লিটনসহ ৩ জনের নামে মামলা করা হয়েছে। এছাড়া ঘুষি মেরে প্রধান শিক্ষকের দাঁত ভেঙে ফেলায় অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতির শাস্তির দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছে প্রধান শিক্ষকরা।
ভুক্তভোগী শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদুর স্ত্রী ও একই উপজেলার কোষাশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মঞ্জুয়ারা বেগম জানান, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোষাশ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং হয়। মিটিংয়ে ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন লিটন চারজন শিক্ষক নিয়োগের বিষয় নিয়ে উত্তেজিত হয়ে নোটিশ খাতা ছিড়ে ফেলেন। তিনি মিটিং না করেই বিদ্যালয় থেকে চলে যান।
তিনি আরও জানান, ওই দিন সন্ধ্যায় আমার স্বামী ভরতেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদু কুমিড়াপন্ডিত পুকুর বাজারে যান। ওই বাজারে শামিম হোসেন লিটনের কাপড়ের দোকান আছে। আমার স্বামী তার দোকানে গিয়ে নোটিশ খাতা ছিড়ে ফেলার কারণ জানতে চান। এনিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায় শামিম হোসেন আমার স্বামীকে মারধর করে এবং মুখে ঘুষি দিলে তার সামনের তিনটি দাঁত পড়ে যায়।
এ ঘটনায় গত শনিবার নন্দীগ্রাম থানায় ভরতেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদু বাদী হয়ে কোষাশ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর থেকে আসামি পলাতক রয়েছে।
এদিকে, ঘুষি মেরে প্রধান শিক্ষকের দাঁত ভেঙে ফেলায় অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতির শাস্তির দাবিতে মঙ্গলবার বগুড়া সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ করেছে প্রধান শিক্ষকরা। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ বগুড়া শাখার আহ্বায়ক ভূপাল চন্দ্র প্রামাণিক, সদস্য সচিব ফরিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, একজন শিক্ষককে শারীরিক নির্যাতন কোনোভাবে কাম্য নয়। ঘটনাটি আমাদের নজরে এসেছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানায়। একইসঙ্গে অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। অবিলম্বে তাকে গ্রেফতার করা না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ম্যানেজিং কমিটির সভাপতিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই