বগুড়া সারিয়াকান্দিতে দশম শ্রেণির ছাত্রী শম্পা আক্তার (১৫) কীটনাশক পানে আত্মহত্যা করেছে। সে সারিয়াকান্দি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মেধাবী ছাত্রী। সে নারচী ইউনিয়নের কুপতলা উত্তর পাড়ার আবুল হোসেনের মেয়ে।
শম্পার দুলাভাই (বোন জামাই) ওয়াসিম মিয়া জানান, গত দেড় মাস আগে তার শ্যালিকার বিয়ে হয় গাবতলির শাহিন মিয়ার সাথে। গত রবিবার বিকালে কীটনাশক পানের সংবাদ পেয়ে শশুরবাড়ি থেকে শম্পাকে সারিয়াকান্দি উপজেলা হাসপাতালে এবং পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দুটার সময় সম্পা মারা যায়।
বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকি মো. জাকিউল আলম ডুয়েল জানান, সম্পা মেধাবী ছাত্রী ছিল। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাস দেড়েক আগে মেয়েটিকে তার পরিবারের লোকজন বয়স্ক পাত্রের সঙ্গে বিয়ে দেন। স্কুল খোলার পর সোমবার দুপুরে আত্মহত্যার সংবাদ শুনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তিনি বিষয়টি নিশ্চিত হন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সম্পা নামের একটি মেয়ে বিষ পান করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বিডি প্রতিদিন/এএম