সরকারি গাছ কাটায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আতিয়ার রহমান মোল্লার ছেলেকে জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান মোল্লা সোমবার সকালে সরকারি দুটি তাল গাছ কেটে ফেলেন। গাছ কাটায় নিযুক্ত শ্রমিকরা সাংবাদিকদের কাছে জানান, ইউপি চেয়ারম্যানের নির্দেশে তারা গাছগুলো কাটছেন।
পরে গাছ কাটার বিষয়ে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হককে নির্দেশ দেন। মারিয়া হক ইউপি চেয়ারম্যানকে গাছ কাটা বন্ধের কথা জানান।
সোমবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক ঘটনাস্থল রামনগর মাঠে গিয়ে দুটি তালগাছ কেটে ফেলে রাখা অবস্থায় দেখতে পান। তালগাছ কাটার পর প্রশাসনের তৎপরতা দেখে নিজেকে শাস্তির হাত থেকে বাচাঁতে কৌশলে তার ছেলে হুমায়ুন কবিরকে দিয়ে গাছ কাটার অপরাধ স্বীকার করান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক নিজ কার্যালয়ে আদালত বসিয়ে হুমায়ুন কবিরকে এক হাজার টাকা জরিমানা করেন।
মারিয়া হক জানান, সরকারি গাছ কাটার অপরাধ স্বীকার করায় ইউপি চেয়ারম্যানের ছেলে হুমায়ুন কবিরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কেটে ফেলা গাছগুলো জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই