বরগুনা জেলার সার্বিক স্বাস্থ্য সমস্যা সমাধানে জেলা প্রশাসনকে নাগরিক সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসক হাবিবুর ররহমানের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. হাসানুর রহমান।
মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক হোসনেয়ারা হাঁসি, সহ-সভাপতি মনিরুজ্জামান, নির্বাহী সদস্য সোহেল হাফিজ, স্বাস্থ্য সেবাবিষয়ক সম্পাদক পূজা হালদার বিথী প্রমুখ।
মতবিনিময় সভায় বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসক ও জনবল সংকট, ২৫০ শয্যার হাসপাতালে জনবল নিয়োগ, বরগুনায় একটি ভাসমান হাসপাতাল নির্মাণ, তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল নিয়োগ বিষয় আলোচনা হয়।
বিডি প্রতিদিন/এমআই