আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও রেড ক্রিসেন্টের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিপিপি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ প্রাকৃতিক দুর্যোগ বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় শরণখোলা আইডিয়াল ইন্সটিটিউট মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া শেষে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশ্রাফুল ইসলাম, রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক শুলতান আহম্মেদ গাজি, সিপিপির সদস্য ডালিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, আজকের মহড়ায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ প্রাকৃতিক দুর্যোগের সময় কিভাবে নিজেদের রক্ষা করা যায়, সেটি সবিস্তারে দেখানো হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর