২৩ অক্টোবর, ২০২১ ২০:৩২

মাগুরায় ‘রাজাকারপুত্র’কে মনোনয়ন দেওয়ার অভিযোগ

মাগুরা প্রতিনিধি

মাগুরায় ‘রাজাকারপুত্র’কে মনোনয়ন দেওয়ার অভিযোগ

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ‘রাজাকারপুত্র’কে মনোনয়ন দেবার অভিযোগ তুলে এর প্রতিবাদে শহরের চৌরঙ্গী এলাকায় মানববন্ধন হয়েছে। বিনোদপুর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সদস্যরা এ মানববন্ধন করেন। শনিবার দুপুর ১২ টায় বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার ২ শতাধিক মানুষ এতে অংশ নেয়। 

এ সময় বক্তব্য রাখেন বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম, বিনোদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বাকি বিল্লাহ। 

সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘বিনোদপুরের কুখ্যাত রাজাকার চাঁদ আলী শিকদারের ছেলে শিকদার মিজানুর রহমানকে চেয়ারম্যান পদে মনোনয়নের ঘটনা অত্যন্ত লজ্জাজনক। শুধু তাই নয়, তাকে আওয়ামী লীগে নিয়ে নৌকা প্রতীক দেয়া আরো বেশি লজ্জাজনক। রাজাকারের ছেলে কখনো রাজনীতি করতে পারে না, বিশেষ করে আওয়ামী লীগের। তাই এই মানোনয়ন বাতিলের জন্য আমরা দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাচ্ছি’।

মানববন্ধনে বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সংগ্রাম বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড বার বার ঘোষণা দিয়েছে কোনো রাজাকার কিংবা রাজাকারের সন্তানকে মনোনয়ন দেওয়া হবে না। এমনকি দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ও দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিষয়ে বার বার হুশিয়ারি দিয়েছেন। তবুও মাগুরার মহম্মদপুরের বিনোদপুর ইউনিয়নে কিভাবে রাজাকারপুত্র মিজান শিকদার বার বার মনোনয়ন পাচ্ছে তা আমরা বুঝতে পারছি না। তার বাবা একজন তালিকাভূক্ত রাজাকার। যার ক্রমিক নম্বর ৯৩’। 

তিনি আরো বলেন, ‘ গত ইউপি নির্বাচনে তাকে মনোনয়ন দেয়া হয়েছিল। সে সময় আমরা একইভাবে মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু কোনো প্রতিকার পায়নি। তাই একই বিষয়ে আবারো মানববন্ধন করতে হলো’। 

এ ব্যাপারে মিজানুর রহমান শিকদার বলেন, ‘আমার বাবা চাঁদ আলী শিকদার আজীবন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ৬০ এর দশকে তিনি মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে নির্বাচিত সাধারণ সম্পাদক। ৮৪ সালের পর থেকে ৯৭ সাল পর্যন্ত আমার বাবা জেলা কৃষক লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিনোদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান হিসেবে ২ বার নির্বাচিত হয়েছেন। পারিবারিক সূত্রেই আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। বর্তমানে বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আমার বাবা রাজাকার ছিল এরূপ কোনো তথ্য প্রমাণ পাইনি। বরং তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে বিএনপি ও এরশাদ সরকার আমলে কারাবরণ করেছেন। চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন চেয়েছিলেন কিন্তু আওয়ামী লীগ আমাকে মনোনয়ন দিয়েছে। মনোনয়ন বঞ্চিতরা এতে প্রতি হিংসা পরায়ন হয়ে এ ধরনের ষড়যন্ত্র করে বেড়াচ্ছে’। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর