কক্সবাজারের টেকনাফের চাকমারকুল ও লেদা রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে অপহৃত রোহিঙ্গা উদ্ধার ও এক সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।
উদ্ধারকৃত অপহৃত লেদা ক্যাম্পের ব্লক- এ/৫, এফসিএন ৪০২১১০ এর বাসিন্দা মৃত বশরের ছেলে একরাম (২২) ও আটক সন্ত্রাসী হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ২১নং ক্যাম্পের ব্লক-ই/২, বাসিন্দা মৃত নুর আহম্মেদের ছেলে সুরুত আলম (২৮)।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বলেন, সোমবার সন্ধ্যায় লেদা ২৪ ক্যাম্পের এ/১৩ ব্লকের জামালের মুদি দোকানের সামনে থেকে ব্লক এ/৫ এর বাসিন্দা একরামকে অজ্ঞাতনামা ৪/৫ জন সন্ত্রাসী অস্ত্র দেখিয়ে অপহরণ করে পাহাড়ের দিকে নিয়ে যায়। এ বিষয়টি স্বজনেরা এপিবিএন পুলিশকে অবহিত করে। ঘটনার পর থেকে লেদা ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে মঙ্গলবার বিকালে ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশ এলাকা থেকে অপহৃত একরামকে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ভিকটিমকে ক্যাম্পের ব্লক মাঝির মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এছাড়া অপরদিকে একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল ২১নং ক্যাম্পের ২/ব্লকে আরসা জিম্মাদার সুরুত আলমসহ আরো অজ্ঞাত ২/৩ জন সদস্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে এপিবিএন পুলিশের ইন্টেলিজেন্সের অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী সুরুত আলমকে আটক করতে সক্ষম হয়। আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন