পশ্চিমা তিনটি দেশ- যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এই স্বীকৃতিকে ইসরায়েলের মুখে চপেটাঘাত হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিনের গাজায় যখন চলছে জাতিগত নিধন অভিযান, তখন এই স্বীকৃতি মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনি ভূখণ্ডে দ্বিরাষ্ট্র সমাধানের পথকে আরও প্রশস্ত করবে বলে আশা করা যায়। হামাসনিয়ন্ত্রিত গাজা থেকে ইসরায়েলে হামলা চালিয়ে সহস্রাধিক প্রাণহানি ও বিপুলসংখ্যক ইসরায়েলিকে পণবন্দি হিসেবে আটক করার পর জায়নবাদীরা সর্বাত্মক পাল্টা হামলা শুরু করে। ইসরায়েলের নিধনযজ্ঞে ইতোমধ্যে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের এই গুরুত্বপূর্ণ জনপদ। আন্তর্জাতিক সম্প্রদায় জাতিগত নিধন অভিযান বন্ধে আহ্বান জানালেও ইসরায়েল সুমতির পরিচয় দেয়নি। তাদের ঘনিষ্ঠ মিত্র তিনটি দেশের স্বীকৃতি স্বাধীনতার পথে ফিলিস্তিনের যাত্রা কিছুটা হলেও ত্বরান্বিত করবে। স্বীকৃতি ঘোষণাকালে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। একই সঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। অস্ট্রেলিয়াও যুক্তরাজ্য ও কানাডার পথ অনুসরণ করে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, এই স্বীকৃতি কানাডা ও ব্রিটেনের সঙ্গে একটি যৌথ প্রচেষ্টার অংশ এবং দ্বিরাষ্ট্র সমাধানের একটি আন্তর্জাতিক প্রচেষ্টা। স্বীকৃতি দেওয়ার এই ঘোষণার মাধ্যমে বেশ কয়েক দশক ধরে যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতিতে এলো ঐতিহাসিক পরিবর্তন। কারণ ইসরায়েলের সঙ্গে তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য ও কানাডা প্রথম জি-৭ দেশ, যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সোমবার নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশন শুরু হয়েছে। ফ্রান্সসহ অন্যান্য দেশও একই পথ অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে হামাসকে বাইরে রেখে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্তর্জাতিক উদ্যোগে ইসরায়েলকে রাজি করানোর প্রক্রিয়া জোরদার হবে। খুলে যাবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সুযোগ।
শিরোনাম
- ঈশ্বরদীতে গাড়ি চাপায় যুবক নিহত
- ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
- চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের কার্যক্রম স্থবির, ভোগান্তি চরমে
- ফিলিপাইনে দুর্নীতিবিরোধী বিক্ষোভে আটক দুই শতাধিক
- যুক্তরাষ্ট্রের স্কুলে সেলফোন নিষিদ্ধ, সুফল দেখছেন অভিভাবক-শিক্ষকরা
- এবার ট্রাম্পকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে হামাসের চিঠি, দাবি রিপোর্টে
- রাশিয়ায় জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় তাসিনের
- আমিরাতে ভিসা বন্ধের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান দূতাবাসের
- হবিগঞ্জে গভীর নলকূপ স্থাপন প্রকল্পে অনিয়মের অভিযোগ
- অক্টোবরের মধ্যে সম্পূরক বৃত্তি না দিলে কঠোর হুশিয়ারি ছাত্রদলের
- গাজার দায়িত্ব নেবে বিশেষ বাহিনী: ফ্রান্স
- সংসদে সংরক্ষিত আসনের দাবিতে নাইজেরীয় নারীদের বিক্ষোভ
- বিসিবি সভাপতির চিঠি নিয়ে এবার হাইকোর্টের আদেশ স্থগিত
- রাকসু নির্বাচন ১৬ অক্টোবর, সিদ্ধান্ত প্রত্যাখ্যান শিবিরের
- বিশ্বসেরা গবেষক তালিকায় আইইউবিএটির ৭ শিক্ষক
- শিবচরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
- বগুড়ায় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময়
- ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে আরও ছয় দেশ, দাবি রিপোর্টে
- চট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
- পরিদর্শক থেকে এএসপি হলেন ৩৯ পুলিশ কর্মকর্তা