পশ্চিমা তিনটি দেশ- যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এই স্বীকৃতিকে ইসরায়েলের মুখে চপেটাঘাত হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিনের গাজায় যখন চলছে জাতিগত নিধন অভিযান, তখন এই স্বীকৃতি মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনি ভূখণ্ডে দ্বিরাষ্ট্র সমাধানের পথকে আরও প্রশস্ত করবে বলে আশা করা যায়। হামাসনিয়ন্ত্রিত গাজা থেকে ইসরায়েলে হামলা চালিয়ে সহস্রাধিক প্রাণহানি ও বিপুলসংখ্যক ইসরায়েলিকে পণবন্দি হিসেবে আটক করার পর জায়নবাদীরা সর্বাত্মক পাল্টা হামলা শুরু করে। ইসরায়েলের নিধনযজ্ঞে ইতোমধ্যে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের এই গুরুত্বপূর্ণ জনপদ। আন্তর্জাতিক সম্প্রদায় জাতিগত নিধন অভিযান বন্ধে আহ্বান জানালেও ইসরায়েল সুমতির পরিচয় দেয়নি। তাদের ঘনিষ্ঠ মিত্র তিনটি দেশের স্বীকৃতি স্বাধীনতার পথে ফিলিস্তিনের যাত্রা কিছুটা হলেও ত্বরান্বিত করবে। স্বীকৃতি ঘোষণাকালে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। একই সঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনে অংশীদারত্বের প্রতিশ্রুতি দিচ্ছে। অস্ট্রেলিয়াও যুক্তরাজ্য ও কানাডার পথ অনুসরণ করে ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, এই স্বীকৃতি কানাডা ও ব্রিটেনের সঙ্গে একটি যৌথ প্রচেষ্টার অংশ এবং দ্বিরাষ্ট্র সমাধানের একটি আন্তর্জাতিক প্রচেষ্টা। স্বীকৃতি দেওয়ার এই ঘোষণার মাধ্যমে বেশ কয়েক দশক ধরে যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতিতে এলো ঐতিহাসিক পরিবর্তন। কারণ ইসরায়েলের সঙ্গে তাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য ও কানাডা প্রথম জি-৭ দেশ, যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সোমবার নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশন শুরু হয়েছে। ফ্রান্সসহ অন্যান্য দেশও একই পথ অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে হামাসকে বাইরে রেখে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্তর্জাতিক উদ্যোগে ইসরায়েলকে রাজি করানোর প্রক্রিয়া জোরদার হবে। খুলে যাবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সুযোগ।
শিরোনাম
- কৃষকদের কাছ থেকে ৭ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার
- বীরগঞ্জে ‘ষষ্ঠক নেতা কোর্স’ সম্পন্ন, নেতৃত্ব বিকাশে স্কাউটিং-এর ওপর জোর
- নারায়ণগঞ্জে গর্ভবতী নারীদের স্বাস্থ্যসেবায় ডায়াথার্মি মেশিন বিতরণ
- ঢাকা-১৭ আসনে লড়বেন শহিদ জহির রায়হানের ছেলে, যা বললেন মা সুচন্দা
- আগাম ফুলকপি-বাঁধাকপি চাষে অনেকের ভাগ্যের চাকা ঘুরেছে
- বাগেরহাটের নতুন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন
- ভিয়েতনামে স্যান্ডউইচ খেয়ে ১৬২ জন হাসপাতালে ভর্তি
- শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু করল ইউজিসি
- চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি: বাণিজ্য উপদেষ্টা
- ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
- ইজিবাইকের মোটরের সাথে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু
- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের জরুরি নির্দেশনা
- ‘সুনামগঞ্জের ধান-চালে আর্সেনিকের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে অনেক কম’
- রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে ঐকমত্য হয় না : আমীর খসরু
- যুক্তরাষ্ট্রে সব এমডি-১১ কার্গো বিমান উড্ডয়ন বন্ধ
- বগুড়ায় থামছে না পেঁয়াজের ঝাঁজ, বিপাকে ক্রেতা
- পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ
- ‘রাজনীতি করতে হলে শরীরের চেয়ে কলিজা বড় হতে হয়’
- উচ্চ মাধ্যমিকে টেস্ট পরীক্ষা ‘আপাতত’ নয়
- ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল
ফিলিস্তিনকে স্বীকৃতি
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর