কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে পছন্দের প্রার্থী মো. সাহাব উদ্দিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পাওয়ায় তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েক হাজার লোক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি কাকারা ইউনিয়নের দরগাহ রাস্তার মাথায় প্রতিবাদ সমাবেশ করে।
শাহাবউদ্দিন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
জানা গেছে, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার জেলা আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাছাই করে তার তালিকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠায়। তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড চকরিয়া উপজেলার ১০টি ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিষয়টি চূড়ান্ত করে মঙ্গলবার বেলা ১২টায় তাদের তালিকা প্রকাশ করে। ওই তালিকায় কাকারা ইউপি থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাহাব উদ্দিনের নাম না থাকায় তার কর্মী-সমর্থকরা ক্ষোভে এসব কর্মসূচি পালন করে।
বিক্ষোভ সমাবেশে দলীয় মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী সাহাব উদ্দিন বলেন, স্বচ্ছ রাজনীতি করে এলাকায় জনপ্রিয় হয়ে ওঠায় ইউনিয়নবাসির দাবির প্রেক্ষিতে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কক্সবাজার জেলা আওয়ামী লীগ আমার মনোনয়ন যাচাই-বাচাই করে আমার নামের তালিকা ১ নম্বরে স্থান দিয়ে কেন্দ্রের কাছে পাঠায়।
চেয়ারম্যান প্রার্থী সাহাব উদ্দিন আরও বলেন, আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হলেও মানুষের ভালবাসা থেকে বঞ্চিত হইনি। দলীয় মনোনয়ন বঞ্চিত হলেও আমার ইউনিয়নের বাসিন্দাদের সম্মান রক্ষার্থে আগামী ইউপি নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। এ নির্বাচনে জয়ী হয়ে নেত্রীর কাছে প্রমাণ করে দেব কাকারা ইউনিয়নের বাসিন্দাদের কাছে কত জনপ্রিয় নেতা ছিলাম। পরে শতাধিক গাড়ির বহর নিয়ে কয়েক হাজার নেতাকর্মী কাকারা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ করে।
বিডি প্রতিদিন/আবু জাফর