২৮ অক্টোবর, ২০২১ ১৮:৫৯

চুল কেটে দেওয়া সেই শিক্ষক এবার চেয়ারম্যান প্রার্থী

অনলাইন ডেস্ক

চুল কেটে দেওয়া সেই শিক্ষক এবার চেয়ারম্যান প্রার্থী

মঞ্জুরুল কবির মঞ্জু

লক্ষ্মীপুরের রায়পুরে ছয় ছাত্রের চুল কেটে আলোচনা আসা মাদরাসাশিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জু জামিনে বেরিয়ে এবার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন। তিনি উপজেলার হামছাদী কাজিরদিঘীরপাড় আলিম মাদরাসার সহকারী শিক্ষক ও বামনী ইউনিয়ন জামায়াতের আমির।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে মঞ্জুর পক্ষে গিয়াস উদ্দিন চৌধুরী ও মো. ইছুফ পাটওয়ারীসহ স্থানীয় জামায়াতের ৮-১০ জন নেতাকর্মী উপজেলা পরিষদে গিয়ে রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরআগে, ২৫ অক্টোবর জামিনে বেরিয়ে তাৎক্ষণিক এক বক্তব্যে ইউপি নির্বাচনের প্রস্ততি নেওয়ার জন্য শুভাকাঙ্খীদের আহ্বান জানিয়েছেন।  

বামনী ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কে এম মোস্তাক আহমেদ বলেন, কয়েক ব্যক্তি এসে মঞ্জুরুল কবির নামের এক প্রার্থীর মনোনয়ন ফরম নিয়েছেন। এ ছাড়া বুধবার পর্যন্ত আমাদের কাছ থেকে ছয়জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। তৃতীয় ধাপের এ নির্বাচনের মনোনয়ন ফরম জমা শেষ দিন ২ নভেম্বর। ভোট ২৮ নভেম্বর হবে।

শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুর বক্তব্য জানতে মোবাইল ফোনে রাত ৮টার দিকে দুইবার কল করলে তিনি কেটে দিয়েছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর