জেল হত্যা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আত্মশুদ্ধি ও আত্মসমালোচনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মুজতবা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিন আহমদ।
জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শামছুদ্দিন সাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা শামছুল ইসলাম চৌধুরী।
সেমিনারে বক্তারা বঙ্গবন্ধুসহ তার সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতাকে গভীরভাবে স্মরণ করে বলেন, তাদের হত্যার মাধ্যমে স্বাধীনতার ইতিহাস বিকৃতির পথ পরিস্কার করে ফেলে স্বাধীনতা বিরোধী শক্তি। বিশেষ কমিশন গঠনের মাধ্যমে জাতীয় চার নেতা হত্যার বিচার করতে সরকারের প্রতি দাবী জানান তারা। সেমিনারে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নেতা-কর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এএম