শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়ন পরিষদে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদার। আনারস প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
তার অভিযোগ, নির্বাচনে টাকা জমা দেওয়ার পর থেকে তার কর্মী সমর্থকদের উপর হামলা, মামলা ও নির্যাতন শুরু করেছে প্রতিপক্ষরা। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন জায়গায় লিখিতভাবে জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না।
নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি থাকলেও এখানো তিনি পোস্টার সাটাতে পারছেন না। তার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। এখন পর্যন্ত তার কয়েকজন কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে এসব অভিযোগ করেন আনোয়ার হোসেন হাওলাদার।
তার দাবি, এখানো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারেনি সংশ্লিষ্টরা। তিনি ভোট চাইতে যেতে পারছেন না। দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই