দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠেছে নওগাঁর সাংবাদিক সমাজ। তাই এরই প্রতিবাদে নওগাঁর সাংবাদিক সমাজ মানববন্ধন করেছে।
মঙ্গলবার সকালে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দীন, অর্থ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা, কালের কন্ঠের জেলা প্রতিনিধি ফরিদুল করিম তরফদারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সায়েম সোবহান আনভীর শুধু শিল্পপতি নন; একজন মানবদরদী মানুষ। করোনার সময় সারা দেশব্যাপী খাদ্য সহায়তা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তাকে হত্যাচেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করেন তারা।
বিডি প্রতিদিন/এএ