কৃষি বিশ্ববিদ্যালয়ের আশির দশকের ছাত্রলীগ নেতা (সাধারণ সম্পাদক), কৃষকলীগ কেন্দ্রীয় কমিটি সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েসনের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপকমিটির সদস্য আলহাজ বদিউজ্জামান বাদশা গুরুতর অসুস্থ। তিনি এখন ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন। অনেকটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বলে জানিয়েছেন বাদশার একান্ত অনুজ আব্দুল কুদ্দছ মাখন।
সূত্র জানায়, আগষ্ট মাসে তিনি সামান্য অসুস্থতা নিয়ে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি হয়ে ১০/১২ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরেন।কয়েকদিন পরে গুরুতর অসুস্থতা নিয়ে আনোয়ার খান মডেল হাসাপাতালে ভর্তি হন। বেশি অসুস্থ হয়ে পড়লে অক্টোরব মাসের ২২ তারিখ বাদশা উন্নত চিকিতসার জন্য চলে যান চেন্নায়ের এ্যাপোলো হাসপাতালে। এ্যাপোলেতে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, বাদশার অগ্নাশয়ে মাস দুয়েক পূর্বে একটা টিউমার হয়েছিলো, যথাযথ রোগের চিকিৎসা না হওয়ায় টিউমার ব্রাষ্ট হয়ে ক্যানসারে রূপ নিয়েছে, সারা শরীরে ছড়িয়ে পড়েছে এই মরণ ব্যাধির জীবাণু এবং ক্যানসার শেষ ধাপে রয়েছে।
গত সোমবার বিকালে বাদশাকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। তিনি বর্তমানে ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি আছেন। সর্বশেষ জানা গেছে বাদশা চোখ খুলতে পারেন, সবাইকে চিনেতে পারেন, মুখে অক্সিজেন মাস্ক রাখতে হয়, ইশারায় কথা বলার চেষ্টা করেন। তার শরীর বেশ দুর্বল।
চিকিৎসকরা বলছেন, ফুসফুসে ইনফেকশন থাকায় অক্সিজেন প্রবাহ কমে যায়, এজন্য তাকে নিয়মিত অক্সিজেন দেয়া হচ্ছে। নতুন করে জন্ডিস দেখা দেয়ায় কেমোথেরাপি শুরু করা সম্ভব হচ্ছে না। ফুসফুসের ইনফেকশন ও জন্ডিস নিয়ন্ত্রণে আসলে কেমো থেরাপি দেয়ার চিন্তা করা হবে। তবে এত সমস্যার মধ্যেও চিকিৎসকরা আশা ছাড়েনি। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল