চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলমামুন পাটোওয়ারী ও তরপুরচন্ডী ইউনিয়নে ইমাম হাসান রাসেল গাজী ইতোপূর্বে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। বাকী ৭টি ইউণীয়োণ পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
তারা হলেন- বিষ্ণুপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম, আশিকাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন পাটওয়ারী, শাহ মাহমুদপুর ইউনিয়নে মাসুদুর রহমান নান্টু, মৈশাদী ইউনিয়নে মো. নুরুল ইসলাম পাটোওয়ারী, বাগাদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্জ বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বালিয়া ইউনিয়নের ফিকউল্যাহ মাস্টার, চান্দ্রা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটোওয়ারী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত