বরগুনার পাথরঘাটায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক গৃহবধূসহ ৩ জনের মৃত্যু হয়েছে। পাথরঘাটা জেনারেল হাসপাতালের পরিসংখ্যান বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
এ নিয়ে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের ২০ তারিখ পর্যন্ত জেলায় সরকারি হিসাবে আক্রান্ত ৬৯২৪ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের।
এদিকে কয়েকজন রোগীর স্বজনরা পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসা সেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, হাসপাতালে যারা দায়িত্বে আছেন তাদের আন্তরিকতার ঘাটতি রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল