দিনাজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮টি গ্রামকে ইকো ভিলেজ বা পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে।
শনিবার পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা করেন সদর উপজেলার কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাসুদ তুষার।
পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা শেষে কৃষি প্রশাসনের পক্ষে উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাসুদ তুষার ও দিনাজপুর এপি, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের পক্ষে সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গোমেজ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। এরপর প্রধান অতিথি একটি পরিবেশবান্ধব গ্রাম পরিদর্শন করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল