ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তাহাজ্জুদ নামাজের ওযু করতে গিয়ে ২ দিন আগে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রীর লাশ পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার হয়েছে। সে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামের আবুল হাসনাতের মেয়ে এবং নবীনগর সরকারী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্রী।
জানা যায়, গত বৃহষ্পতিবার ভোর রাতে ফারজানা আক্তার জুঁই (১৮) দাদির সাথে তাহাজ্জুদ নামাজ আদাল করার জন্য বাড়ির পুকুরে ওযু করতে গিয়ে নিখোঁজ হন। ঘটনার দুই দিন পর বাড়ির পাশে বিশাল পরিত্যক্ত কচুরি পানাযুক্ত পুকুরে ভেসে উঠে কলেজ ছাত্রীর লাশ। স্থানীয় এক ব্যক্তি সকালে সেই পরিত্যক্ত পুকুরে কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে একটি ভাসমান লাশ দেখতে পায়। পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। এই বিষয়ে পরিবারের সদস্যদের তেমন কোন অভিযোগ না থাকলেও স্থানীয়দের মধ্যে বিষয়টি বেশ কৌতূহল সৃষ্টি করছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়েও চলছে গুঞ্জন।
তবে লাশ উদ্ধারের বিষয়টি নিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, আমরা লাশটি উদ্ধার করেছি। পরিবারের সদস্যদের কোন অভিযোগ নেই তারপরও আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। ময়না তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। সেই মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম