দ্বিতীয় ধাপে গতকাল বৃহস্পতিবার (১১ ণোভেম্বোড়) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাত সোয়া ১১টা পর্যন্ত ৪টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগের ১ জন এবং স্বতন্ত্র বিএনপির ৩ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন- গোমস্তাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জামাল উদ্দিন মন্ডল, আলীনগর ইউনিয়নে বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী আবুল কাসেম মাসুম, রহনপুর ইউনিয়নে বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান সোহরাব এবং বাংগাবাড়ী ইউনিয়নে বিএনপি’র শহিদুল ইসলাম। গোমস্তাপুর উপজেলা রিটার্নিং অফিসার মো. সিরাজুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত