তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে মুন্সীগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে।
শুক্রবার সকাল থেকে জেলা সদর ৯টি ও টঙ্গিবাড়ীর ১১টি ইউনিয়ন মিছিলে মিছিলে মুখরিত হয়ে আছে। সকালে সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ারে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের দলীয় নৌকার প্রতীকের প্রার্থী হাজী আফসার উদ্দিন ভূঁইয়া।
এ সময় তার গণসংযোগে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।
এদিকে শুক্রবার বিকালে সদরের শিলই ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়া মাহফিলের মধ্যে দিয়ে ভোটারদের মাঝে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম লিটন। এ সময় তিনি সাধারণ ভোটারদের ব্যাপক সাড়াও পেয়েছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর