ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে সরকারি খাল দখল করে বাঁধ নির্মাণ ও মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রভাবশালী আবু ছিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জেলে ও গ্রামবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার বাটপাড়া মৌজার বাতাকাটার ও ডুপের খালের মাগুরা থেকে মলাইশ সেতু পর্যন্ত অংশ দখল করে বাঁধ নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও মৎস্যজীবীরা এ খাল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে একটি প্রভাবশালী চক্র নেট জাল ও বাঁধ দিয়ে মাছ নিধন করায় তারা বঞ্চিত হচ্ছেন।
শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, খালে পাটি ও জাল দিয়ে বাঁধ তৈরি করে মাছ ধরা হচ্ছে। স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক মিন্টু মিয়া বলেন, এই সরকারি খালে দশ বছর ধরে গ্রামের মানুষ মাছ ধরত। এখন কেউ জাল ফেলতে গেলে বাধা দেওয়া হয়। গত বছর থেকে একটি লাঠিয়াল বাহিনী খাল দখলে রেখে মাছ শিকারের চেষ্টা করছে। আমরা চাই খালটি সবার জন্য উন্মুক্ত হোক।
অভিযোগ প্রসঙ্গে আবু ছিদ্দিক জানান, আমাদের জমির পাশে ছোট ছোট গর্ত রয়েছে। সেখানে পাটি দিয়ে বাঁধ দিয়েছি। এটি কোনো সরকারি খাল নয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল