বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ইজিবাইক চালককে হত্যার অভিযোগে রাজন্ত তঞ্চঙ্গা (২৩) নামের এক যুবককে শনিবার গ্রেপ্তার করা হয়েছে। বান্দরবান জেলা পুলিশের মুখপাত্র এবং অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম এ তথ্য নিশ্চিত করেন।
আবদুল করিম জানান, গত ১৪ সেপ্টেম্বর রাতে রোয়াংছড়ি উপজেলার নাথিংঝিরি পূর্নবাসন পাড়ার বাঁশঝাড়ে ইজিবাইক চালক অমন্ত সেন তঞ্চঙ্গাকে (৪৬) হত্যা করে মরদেহ তারাছাখালে ভাসিয়ে দেয় রাজন্ত তঞ্চঙ্গা। পরে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার কালাঘাটা কাশেমপাড়া সংলগ্ন সাঙ্গু নদী থেকে বান্দরবান সদর থানা ও রোয়াংছড়ি পুলিশ অমন্ত সেনের মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, মরদেহ উদ্ধারের পর পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারের তত্ত্বাবধানে পুলিশের বেশ কয়েকটি টিম হত্যাকান্ডের মূলহোতাকে ধরতে কাজ শুরু করে। এক পর্যায়ে শনিবার ২০ সেপ্টেম্বর ভোরে গোপণ সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন রাজন্ত তঞ্চঙ্গাকে আটক করে পুলিশ। আটকের পর ইজিবাইক চালককে হত্যার কথা স্বীকার করে রাজন্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজন্ত জানায়, ৮ মাস আগে মুনাফার ভিত্তিতে অমন্ত সেনকে ৩৫ হাজার টাকা ধার দেয় সে। কিন্তু গত ৮ মাসে অমন্ত সেন কোন মুনাফা বা মূল টাকা ফেরত না দেয়ায় গত ১৪ সেপ্টেম্বর এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হত্যাকান্ডে রূপ নেয়।
বান্দরবান সদর থানা সূত্র জানায়, আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। তাকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/এএম