চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে গরু কেনাবেচা নিয়ে বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন ভাই।
নিহতরা হলেন- উথলী গ্রামের মাঝেরপাড়ার বাসিন্দা মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে মিন্টু আনোয়ার (৫৫) ও আমির হামজা (৪৫)। আহত হন তাদের আরেক ভাই আব্দুর রাজ্জাক। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উথলী গ্রামের বিলের মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
উথলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জহুরুল হক জানান, প্রায় চার মাস আগে মিন্টু ও হামজা তাদের একটি গরু প্রতিবেশী নিজাম আলী ওরফে খোকার কাছে বিক্রি করার জন্য দরদাম ঠিক করেন। কিন্তু পরে সেই গরুটি খোকার চেয়ে ৫ হাজার টাকা বেশি দামে অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করেন তারা। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তখন একটি মামলাও দায়ের হয়, যা এখনো আদালতে বিচারাধীন।
এর জের ধরেই শনিবার সকালে খোকা, বিপুল, জুয়েল, বাবলু, নয়নসহ ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তিন ভাইয়ের ওপর অতর্কিত হামলা চালায়।
আহতের মধ্যে মিন্টু আনোয়ারকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়। অপর ভাই আমির হামজা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ বলেন, ‘দুজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। একজন হাসপাতালে আনার আগেই মারা যান, আরেকজন মারা যান চিকিৎসাধীন অবস্থায়।’
ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতদের স্বজন ও স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘গরু কেনাবেচা নিয়ে পূর্বের বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।’
বিডি প্রতিদিন/জামশেদ